
ওশান নিউজ প্রতিবেদক : ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরো কমেছে।
চলতি নভেম্বর
মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২১৫ টাকা।
গত মাসে দাম ছিল এক হাজার ২৪১ টাকা। ১২ কেজিতে দাম কমেছে ২৬ টাকা।
পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ১.১৯
পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২ নভেম্বর রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির
মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০১ টাকা ২৪ পয়সা।